ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

পিএসএলে ইতিহাস গড়লেন বাবর আজম

বাবর আজম যেভাবে ছুটছেন, নায়ক থেকে মহানায়ক হয়ে উঠতে আর বেশি দেরি নেই। একের পর এক কীর্তি গড়েই চলেছেন এই পাকিস্তানি, ভেঙে চলেছেন পুরনো সব রেকর্ড। এবার ক্রিস গেইলের দারুণ এক রেকর্ড নিজের করে নিলেম বাবর। গড়লেন নতুন ইতিহাস।


বুধবার পিএসএলে করাচির বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়েন বাবর আজম। বিশ্বের সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। এইদিন মাত্র ৬ রান তুলতেই এক রেকর্ড গড়েন তিনি।বাবর এই রেকর্ড গড়তে খেলেন ২৭১ ইনিংস। ভেঙে দেন ক্রিস গেইলের আগের রেকর্ড। গেইল ১০ হাজার রান করতে খেলেছিলেন ২৮৫ ইনিংস। পাকিস্তানের দ্বিতীয় ও সব মিলিয়ে বিশ্বের ১৩তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানে পৌঁছান তিনি।


যেখানে বাবর ৩৬৯৮ রান করেন জাতীয় দলের জার্সিতে। বাকিগুলো আসে পিএসএলসহ বিভিন্ন দেশের নানান ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ থেকে।


এদিন ৬ রান করে ১০ হাজার টি-টোয়েন্টি রান পূরণ করা বাবর এরপর তোলেন আরো ৬৬ রান। সব মিলিয়ে ৫১ বলে করেন ৭২ রান। তবে দলের অন্যান্যদের ব্যর্থতায় করাচির বিপক্ষে বেশিদূর এগোতে পারেনি তার দল। ১৯.৫ ওভারে ১৫৪ রানে থামে পেশোয়ার জালমির ইনিংস।

ads

Our Facebook Page